আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ ডিসেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

একডজন ব্যাংকে ফরেনসিক অডিটের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক সংকটে থাকা এক ডজনের বেশি ব্যাংকে ফরেনসিক অডিট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এই নিরীক্ষার মাধ্যমে ব্যাংকগুলোতে হওয়া সম্ভাব্য জালিয়াতি, আর্থিক ক্ষতির অনুসন্ধান এবং ব্যাংক খাতের দীর্ঘদিনের সমস্যাগুলো নিরসনে সংস্কারের সুপারিশ করা হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

এ উদ্যোগের অংশ হিসেবে এরমধ্যেই হিসাব নিরীক্ষার বৈশ্বিক জায়ান্ট কেপিএমজি, ডিলয়েট, আর্নস্ট অ্যান্ড ইয়ং এর সাথে অডিট পরিচালনার জন্য আলোচনা করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে। টাস্কফোর্সের একজন সদস্য বলেন, ‘এটা স্পেশালাইজ একটা অডিট হবে। যেখানে শুধু ব্যাংকের ঋণ-সম্পদ নয়, তাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেটরও মান যাচাইয়ে গুরুত্ব দেওয়া হবে।’ এই সদস্য আরও জানান, ‘আমরা এসব ব্যাংকের ব্যালেন্সশিট ফরেনসিক অডিট করার জন্য বাংলাদেশ ব্যাংককে সুপারিশ করেছি।’

বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই বিশেষ নিরীক্ষা কর্মসূচি এবং বাংলাদেশের ব্যাংকখাতের বৃহত্তর সংস্কারে অর্থায়ন করতে রাজি হয়েছে। এখানে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

টাস্কফোর্সের আরেক সদস্য জানান, বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে মন্দ ঋণ (নন-পারফর্মিং লোন) ও তারল্যের মতো বেশকিছু মৌলিক সূচকের ভিত্তিতে অডিটের জন্য ব্যাংকগুলোর শ্রেণিবিভাগ করা হয়েছে। ‘ডিসেম্বরেই বছর শেষ হচ্ছে, তাই জানুয়ারিতে অডিট ফার্ম নিয়োগের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, অডিট প্রক্রিয়ার পদ্ধতি ও কাঠামো নিয়ে বর্তমানে আলোচনা চলছে। ‘পশ্চিমা দেশগুলোত ডিসেম্বর মাস হচ্ছে ছুটি ও উৎসবের সময়, তাই আমরা জানুয়ারিতে অডিট শুরু করতে চাচ্ছি’

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.