ঢাকা রিজেন্সি হোটেল ও ক্রাউন সিমেন্টের মধ্যে সমঝোতা চুক্তি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং ক্রাউন সিমেন্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। যার আওতায় প্রতিষ্ঠানটির ডিলার, লয়াল্টি মেম্বার এবং সদস্যদের জন্য এক্সক্লুসিভ সুবিধা দেবে ঢাকা রিজেন্সি।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা রিজেন্সির প্রাঙ্গণে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাহী পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফআইএইচ এবং ক্রাউন সিমেন্টের হিউম্যান রিসোর্স প্রধান এ বি এম ইউসুফ আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি সংগঠিত হয়। চুক্তি অনুযায়ী, ক্রাউন সিমেন্টের সদস্যরা ঢাকা রিজেন্সির সেবাসমূহে বিশেষ এক্সেস পাবেন, যার মধ্যে রয়েছে রুম রেট, ডাইনিং ডিসকাউন্ট, স্পা,সুইমিং পুল, হেলথ ক্লাব সুবিধা প্রভৃতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মাহমুদ হাসান এবং ক্রাউন সিমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মুনতাসির জামান।