শেয়ারবাজারে সূচকের বড় উত্থান হলেও ৩শ’ কোটির ঘরে লেনদেন
নিজস্ব প্রতিবেদক : অব্যাহত পতনের পর অবশেষে উত্থানের দেখা মিলল শেয়ারবাজারে। ৬ দিনের টানা পতনে শেয়ারবাজার থেকে যে পরিমাণ সূচক কমেছে একদিনের উত্থানে তার অর্ধেক সূচক ফিরে এসেছে। এতে করে কিছুটা স্বস্তিতে রয়েছেন বিনিয়োগকারীরা।
এর আগে টানা ৬ কর্মদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। ওই টানা পতনে শেয়ারবাজার থেকে ১৩৩ পয়েন্ট সূচক কমেছে। আর বিনিয়োগকারীরা বাজার থেকে হারিয়েছেন ১৪ হাজার ৩২৯ কোটি টাকা।
তবে রোববারসূচকের উত্থানে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। লেনদেনের পুরোটা সময় উত্থানে থেকেই লেনদেন শেষ করেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারে সূচক বাড়ার সাথে বিনিয়োগকারীরা ফিরে পেয়েছেন ৩ হাজার ৫১১ কোটি টাকা। তবে এদিন টাকার পরিমাণে লেনদেন আগের কর্মদিবস থেকে কমেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই আজ শেয়ারবাজারে উত্থান হয়েছে। কোম্পানিগুলোর প্রতি আগ্রহ তৈরি না হলে বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবে না। তবে সব সময় খারাপ কোম্পানি এড়িয়ে ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে সেখান থেকে মুনাফা পাওয়ারও আশা থাকে। যেটা খারাপ কোম্পানি থেকে আশা করা যায়।
বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ১২.৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৬.৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৩০৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। আজ লেনদেন ৪৭ কোটি ৪৯ লাখ টাকার বা ১৩ শতাংশ কমেছে।
ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩২টির বা ৫৯.৪৮ শতাংশের, কমেছে ৮৯টির বা ২২.৮২ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৬৯টির বা ১৭.৬৯ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।সিএসইতে লেনদেন হওয়া ১৬৬ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৪৭টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৯ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৪৪৩ পয়েন্টে।