জাহিন স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই, উৎপাদন বন্ধ
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত জাহিন স্পিনিং পিএলসিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে গোডাউনে থাকা সুতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে। ফলে উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গতকাল ১৬ ডিসেম্বর সোমবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোম্পানিটির তুলার গোডাউনে রাত ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং খুব দ্রুত পুরো কারখানাটিকে গ্রাস করে। খবর পেয়ে ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের ৪ ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কোম্পানিটি জানিয়েছে, আগুনে অধিকাংশ যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ব্লো রুম, কার্ডিং, ড্রয়িং, সিমপ্লেক্স, অটো কোন, এসি প্ল্যান্ট, স্টিল বিল্ডিং এবং শেড, গুদাম ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
apnader potriker piconer news kivabe porbo,jemon ami 2018 year er march mash er kono news porte chacchi,eta kivabe porbo,নিউজ আর্কাইভ chalo koren