ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ অনুমোদন
শেয়ারবাজার ডেস্ক : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এজিএমটি হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে বুধবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানির অন্যান্য আলোচ্যসূচীর পাশাপাশি ২০২৩-২০২৪ হিসাববছরের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডাদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত কোম্পানিটির ছিলেন চেয়ারম্যান আনোয়ার উল আলম চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আবু কাউছার মজুমদার।
ইভেন্স টেক্সটাইলসের পরিচালক এ কে গওহর রাব্বানী, মোঃ আখতার শহীদ, শাহ রাইদ চৌধুরী এজিএমে উপস্থিত ছিলেন।
এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ও ভাইস চেয়ারম্যান জনাব শবনম শেহনাজ চৌধুরী, প্রফেসর ডঃ মোঃ হাছিবুর রশিদ–(স্বতন্ত্র পরিচালক), আতাউর রহমান প্রধান- (স্বতন্ত্র পরিচালক, চেয়ারম্যান, এনআরসি ও অডিট কমিটি), শাহ আদিব চৌধুরী।
এসময় প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের সম্মতিক্রমে আলোচিত লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদিত হয়।
2009 saler 16 november index 1 dine 743 point barsilo,picone ki karon cilo news koren