আজ: বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ইং, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ ডিসেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

পৌনে ৭ হাজার কোটি টাকা ফিরল বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে পৌনে ৭ হাজার কোটি টাকা। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া যায়।

বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবস লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেনশেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকায়।

এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৭০৯ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা বা ১.০৩ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৬.১৪ পয়েন্ট বা ২.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২১.৫৭ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৫৬.৪ পয়েন্ট বা ৩.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৮.৩০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২৭.৩১ পয়েন্ট বা ২.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৭.৩৬ পয়েন্টে। এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৩৪.৮১ পয়েন্ট বা ৩.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬.০৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৮ কোটি ৬৪ লাখ ৮০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৪৯২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬১০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৮ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকা বা ৭.৩৬ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৮.৬৯ পয়েন্ট বা ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২২.৬৯ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৪১.৫২ পয়েন্ট বা ১.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৪৩.৫২ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ২৭.৬৮ পয়েন্ট বা ২.৫৫ শতাংশ এবং সিএসআই সূচক ৯.৬৩ পয়েন্ট বা ১.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১১১.৫১ পয়েন্টে এবং ৯৩৫.০১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৪৩৭ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৬৪৫ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ৭৯১ টাকা বা ৭০.১৭ শতাংশ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.