ডিএসই-৩০ সূচকের অন্তর্ভুক্ত সবচেয়ে কম দামি পাঁচ শেয়ার
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মৌলভিত্তি সম্পন্ন বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক। এই সূচকের অন্তর্ভুক্ত প্রতিটি কোম্পানি ‘এ’ ক্যাটাগরির। কোম্পানিগুলো ভালো মানের হলেও শেয়ার দরে তেমন প্রভাব নেই।
ডিএসই-৩০ সূচকের অন্তর্ভুক্ত সবচেয়ে কম দামি পাঁচ শেয়ার- সিটি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, জিপিএইচ ইস্পাত, পূবালী ব্যাংক ও সামিট পাওয়ার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিটি ব্যাংক
ব্যাংক খাতের মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি সিটি ব্যাংক বর্তমানে ২২ টাকা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৭ টাকা ৩০ পয়সা। আর সর্বোচ্চ দর ছিল ২৬ টাকা ৭০ পয়সা।
সিটি ব্যাংক দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৩ সালে ব্যাংকটি ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
ইস্টার্ণ ব্যাংক
ব্যাংক খাতের মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি ইস্টার্ণ ব্যাংক বর্তমানে ২৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ২২ টাকা ৯০ পয়সা। আর সর্বোচ্চ দর ছিল ৩২ টাকা ৮০ পয়সা।
ইস্টার্ণ ব্যাংক দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৩ সালে ব্যাংকটি সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
পূবালী ব্যাংক
ব্যাংক খাতের আরেক কোম্পানি পূবালী ব্যাংক বর্তমানে ২৯ টাকা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ২৩ টাকা । আর সর্বোচ্চ দর ছিল ৩১ টাকা ৫০ পয়সা।
পূবালী ব্যাংক দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৩ সালে ব্যাংকটি ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
জিপিএইচ ইস্পাত
প্রকৌশল খাতের মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি জিপিএইচ ইস্পাত বর্তমানে ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ২০ টাকা ৯০ পয়সা। আর সর্বোচ্চ দর ছিল ৪২ টাকা ৭০ পয়সা।
জিপিএইচ ইস্পাত সর্বশেষ ২০২৪ সালে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
সামিট পাওয়ার
জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার বর্তমানে ১৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৪ টাকা ৮০ পয়সা। আর সর্বোচ্চ দর ছিল ৩৪ টাকা।
সামিট পাওয়ার দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।