বিপিএল মিউজিক ফেস্ট: আজ বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক
নিজস্ব প্রতিবেদক:দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। এর আগে আজ সোমবার (২৩ ডিসেম্বর) হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’। এ উপলক্ষে মিরপুরের বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ফেস্ট উপলক্ষে দুপুর আড়াইটায় খোলা হবে মিরপুর স্টেডিয়ামের গেট। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে তিন দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি।
রোববার (২২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে সোমবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত স্টেডিয়ামের আশপাশের বেশকিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
এ সময়ের মধ্যে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দেশনায় বলা হয়েছে :
১. মিরপুর-১ হতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবেন।
২. মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকা অতিক্রমকারী যানবাহনসমূহ অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবেন।
৩. আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও হতে বামে মোড় নিয়ে শ্যামলী শিশু মেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করবেন।