আজ: সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ইং, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার |

kidarkar

জাতীয় ঐক্যমত আছে এমন সংস্কারে মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন’

নিজস্ব প্রতিবেদক: যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত আছে, সেসব সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর সিরডাপ সেন্টারে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: বিচার বিভাগ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ঐক্যমত শক্ত থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও, যেসব বিষয়ে সংস্কার আসবে তা কেউ পরিবর্তন করতে পারবে না।

তিনি বলেন, বিচার বিভাগ সংস্থার কাজ একটি চলমান প্রক্রিয়া। বিচার বিভাগের হাতে অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও পূর্বে তারা সেই ক্ষমতা সঠিক উপায়ে কাজে লাগায়নি।

এসময় আদালত অবমাননার নামে প্রধান বিচারপতি হয়রানি করতো উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টে বিচারকদের সিন্ডিকেটের কারণে মামলার ব্যয় বাড়ছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.