বোতল ও পলিথিন ব্যবহারে খাবারে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে: পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্লাস্টিকের বোতল ও পলিথিনের ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সাথে মিশে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক যা পরিবেশের পাশাপাশি মানবদেহের জন্য বিরাট ক্ষতির আগাম বার্তা। তাই পলিথিনের বিকল্প তৈরির মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক কমানোর প্রতি গুরুত্বারোপ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আয়োজিত ‘ডেভথন ৫.০’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, একটা সময় পানিতে মাছের তুলনায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেশি থাকবে। তাই উন্নয়নের কাঠামো পাল্টিয়ে, পরিবেশের কথা বিবেচনা করে টেকসই উন্নয়নের নিয়ে ভাবার আহ্বান জানান উপদেষ্টা।
তিনি আরও বলেন, চটের ব্যাগকে আমরা পলিথিনের ব্যাগের বিকল্প ভাবতে পারি। এসময় রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্ক নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের কথাও বলেন উপদেষ্টা।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আয়োজিত ‘ডেভথন ৫.০’ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।
Ban Chips, small size poly food packet ,one time plastic plate, cup etc. Please control vehicles horn.