কারখানা বন্ধের বিষয়ে ডিএসইকে যা জানালো বেক্সিমকো
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেডের কোনো কারখানা লে-অফ বা বন্ধ ঘোষণা করা হয়নি। সম্প্রতি বেক্সিমকো গ্রুপের ১৬টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে, সেগুলোর সঙ্গে বেক্সিমকো লিমিটেডের কোনো সম্পর্ক নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি চিঠির জবাবে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৭ ডিসেম্বর গাজীপুরের সারাব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এদিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্ধের কারণ হিসেবে বলা হয়, কারখানাগুলোতে অর্ডার না থাকা ও কারখানার নামে ব্যাংকে পর্যাপ্ত ঋণখেলাপি থাকায় আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ জন্য বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড ও গার্মেন্টসের ১৬টি প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর থেকে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক বন্ধ থাকবে।
এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হলে ডিএসইর পক্ষ থেকে বেক্সিমকো লিমিটেডের কাছে বিস্তারিত জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। জবাবে বেক্সিমকো লিমিটেড জানায়, আলোচিত কারখানাগুলো তাদের সঙ্গে সম্পর্কিত নয়।
আল্লাহ তায়ালা গজব পড়বে এতো শ্রমিক ছাঁটাই করার কারন এ সে জেলে পচে মরবে প্রধান উপদেষ্টা ডক্তর ইউনুস। আমাদের দিকে একটু দেখ ক আমাদের বেক্সিমকো চাকরি অবস্থায় কিস্তির লোন নেওয়া আছে আমরা এখন কি করব আল্লাহর গজব পড়বে এদের উপর
আমাদের গার্মেন্টস ডিভিশনে বেক্সিমকো লেখা আছে এবং উনি এতটা বাটপারি করছে একটা কোম্পানি তিনটা নাম দেখায় ব্যাংক থেকে লোন করছে আমাদের কি হবে আল্লাহ গজব পড়বে ৮০ হাজার শ্রমিকের মধ্যে ৪০ হাজার কে ছাটাই ২ লাখ পরিবার