আজ: বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ইং, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

এনআরবিসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: এনআরবিসি ব্যাংক রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ব্যাংকের ১০৮তম শাখাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের শেয়ারহোল্ডার আকতারুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, অ্যাডভোকেট ইমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী বিশ্বাস, রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মন্ডল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আকতারুল ইসলাম বাচ্চু বলেন, এই অঞ্চলের শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরিতে এনআরবিসি ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে। আর্থ সামাজিক উন্নয়নেও এনআরবিসি ব্যাংক পাশে থাকবে। ব্যাংক সেবা থেকে বঞ্চিত মানুষের কাছে পৌঁছাতে নেটওয়ার্ক বিস্তৃত করছে এবং নানা ধরণের সময়পোযোগী পদক্ষেপ গ্রহণ করছে।

অনুষ্ঠানে ব্যাংকের ফরিদপুর জোনের এরিয়া ইনচার্জ জাকারিয়া ইসলাম, ইকুরিয়া শাখার ব্যবস্থাপক আবু সায়েম খান, বসুন্ধরা উপশাখার ইনচার্জ রিমা জামান, রাজবাড়ী শাখার ব্যবস্থাপক জাবির হোসেন, কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন, কালুখালী শাখার ব্যবস্থাপক মো: জসিরুল ইসলাম, ব্যাংকের গ্রাহকরা, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.