বিনিয়োগের সুব্যবস্থা নিয়ে আসছে ইনভেস্টইট গ্রোথ ফান্ড
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন এর অনুমোদন নিয়ে বাজারে আসছে বে-মেয়াদি ইনভেস্টইট গ্রোথ ফান্ড।
ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা, যার মধ্যে উদ্যোক্তা হিসেবে ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করেছে।
বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
বিনিয়োগের ঝুঁকি পর্যালোচনা করে আইন অনুযায়ী বাংলাদেশের অর্থ বাজার ও পুঁজিবাজারে বিনিয়োগ করা এবং বিনিয়োগকারীদের মূলধন বৃদ্ধি ও লভ্যাংশ প্রদানের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা প্রদান করাই হলো ইনভেস্টইট গ্রোথ ফান্ড এর মূল উদ্দেশ্য। আগামী ০১ জানুয়ারী ২০২৫ থেকে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হবে।
ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য থাকবে ১০ টাকা।
উক্ত ফান্ডে সম্পদ ব্যবস্থাপক হিসেবে ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং হেফাজতকারী হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
Goog thanks sir
মতামত প্রদান করাটা শুন্য বলে মনে করি।
দশ টাকা নিয়ে কিছু দিন পরেই নেমে আসবে ৫ টাকা। ফলাফল সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্হ।
এ ধরনের আই পি ও আসছে শুধু মার্কেট থেকে টাকা লুটেপুটে খেতে। সেকেন্ডারি মার্কেট এর অবস্থা এমনিতেই মরন পথে..!
এ ধরনের আই পি ও আসছে শুধু মার্কেট থেকে টাকা লুটেপুটে খেতে। সেকেন্ডারি মার্কেট এর অবস্থা এমনিতেই মরন পথে..!
দশটা করে নিবে আর এক টাকা করে মার্কেটে লেনদেন হবে শিয়ার
টাকায় কি করে আমাকে?
সর্বোচ্চ ২বছর,এরপর মূল্য ৩টাকা,সব শালারা পি কে হালদার
get lost