আজ: শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫ইং, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

প্রকাশিত হলো জেসিআই ঢাকা হেরিটেজের ২০২৫ সালের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা হেরিটেজ চ্যাপ্টার, ২০২৫ সালের জন্য তাদের নতুন কমিটি ঘোষণা করেছে। রাজধানীর অ্যাসকট হোটেল, ঢাকা-এ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। এই ইভেন্টটি সংগঠনের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

জেসিআই একটি বৈশ্বিক সংগঠন যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নেতৃত্ব উন্নয়ন এবং সমাজে অর্থবহ প্রকল্পে অংশগ্রহণের সুযোগ প্রদান করে। নতুন নেতৃত্বের হাত ধরে জেসিআই ঢাকা হেরিটেজ তার লক্ষ্য পূরণের জন্য এবং তরুণদের ক্ষমতায়ন ও যুগোপযোগী পরিবর্তন আনতে অঙ্গীকারবদ্ধ।

ফারাহনাজ ফিরোজ, ২০২৫ সালের নবনির্বাচিত লোকাল প্রেসিডেন্ট (এলপি), তার পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এলইভিপি) হিসেবে দায়িত্ব পালন করবেন আহসানুল হক আদনান। তারা একসাথে এই অধ্যায়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবেন

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন গাজী সানি ইসনাইন লোকাল ভাইস প্রেসিডেন্ট, মোঃ মোস্তফিজুর রহমান খান রিমাজ ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট (আইপিএলপি), এবং জুনাইদ হোসেন সেক্রেটারি জেনারেল। তাসমিন হক তুলিন লোকাল ট্রেজারারের দায়িত্বে রয়েছেন, এবং হাসান হায়দার শুভ জেনারেল লিগ্যাল কাউন্সিলর পদে নিযুক্ত হয়েছেন।

কমিটিতে আরও রয়েছেন নাইমুল ইসলাম, শরিফুল ইসলাম, মোঃ ফারহান আহমেদ মজুমদার, মোঃ সাইফ-উল-আলম, এবং বেনজির আবরার লোকাল ডিরেক্টর হিসেবে হিসেবে দায়িত্ব পালন করবেন। আইপিএলপি মোঃ মোস্তফিজুর রহমান খান রিমাজ উল্লেখ করেন, নতুন কমিটির সদস্য নির্বাচন করা হয়েছে তাদের সক্রিয় অংশগ্রহণ, শৃঙ্খলা, সংগঠনের লক্ষ্য পূরণে অবদান এবং যোগ্যতার ভিত্তিতে।

এ বছর, জেসিআই ঢাকা হেরিটেজ তাদের অসাধারণ অবদান এবং অর্জনের জন্য বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছে। চ্যাপ্টারটি মোস্ট আউটস্টান্ডিং লোকাল প্রেসিডেন্ট পুরস্কার পাওয়ার পাশাপাশি মোস্ট আউটস্টান্ডিং মেন্টাল হেলথ অ্যাওয়েরনেস প্রজেক্ট এবং মোস্ট আউটস্টান্ডিং ওয়াটার কনজারভেশন প্রজেক্ট পুরস্কারও অর্জন করেছে। এছাড়া, চ্যাপ্টারটি প্রেসিডেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড এবং ১০০% এফিশিয়েন্সি অ্যাওয়ার্ড-য়েও সম্মানিত হয়েছে, যা তাদের চমৎকার কাজ এবং সংগঠনের প্রতি নিষ্ঠা ও প্রতিশ্রুতি প্রদর্শন করে।

ফারাহনাজ ফিরোজ তার বক্তব্যে জানান, ২০২৫ সালে ক্ষুদ্র ব্যবসা সমর্থনে প্রযুক্তি-নির্ভর প্রকল্পের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও জনসচেতনতা প্রচারণা এবং দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়ন প্রকল্পের উপর জোর দেওয়া হবে। তিনি উদ্যোক্তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে চ্যাপ্টারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এই ইভেন্টে জেসিআই ঢাকা হেরিটেজের ১০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। ইভেন্টে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংবাদমাধ্যম ব্যক্তিত্ব এবং ম্যানেজমেন্ট প্রফেশনাল, নাফিজ ইমতিয়াজুদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং জেসিআই ঢাকা হেরিটেজের প্রাক্তন প্রেসিডেন্টগণ।

নতুন নেতৃত্বের সাথে, জেসিআই ঢাকা হেরিটেজ ২০২৫ সালকে প্রবৃদ্ধি, সাফল্য এবং সামাজিক প্রভাবের বছর হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তুত।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.