স্ত্রী-বোনসহ সাঈদ খোকনের বিও হিসাব অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ হোসেন খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ এবং ছোট বোন শাহানা হানিফের পরিচালিত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট অবরুদ্ধ রাখার নির্দেশনা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)কে একটি চিঠি পাঠিয়েছে, যাতে উল্লেখ করা হয়েছে অভিযুক্তদের নামে বিও হিসাবের সকল লেনদেন বন্ধ বা স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
সাঈদ খোকন, তার স্ত্রী ও বোনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, শাহানা হানিফ এবং ফারহানা সাঈদের নামের ব্যাংক হিসাবগুলোতে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের বিও হিসাবগুলি অবরুদ্ধ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, ওই তিনজনের ব্যাংক হিসাব ও বিও হিসাবে সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে- তা অবরুদ্ধ করা হয়েছে।