আজ: শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ইং, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

ছাত্র-জনতার আন্দোলনকে নিজেদের করে নিতে চায় বৈষম্যবিরোধীরা: মির্জা আব্বাস

শেয়ারবাজার ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনকে এককভাবে নিজেদের করে নিতে চায় বৈষম্যবিরোধীরা জানিয়ে মির্জা আব্বাস বলেন, শহীদের রক্তের ওপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস।
বিজ্ঞাপন

ছাত্র-জনতার আন্দোলনকে এককভাবে নিজেদের করে নিতে চায় বৈষম্যবিরোধীরা জানিয়ে মির্জা আব্বাস বলেন, শহীদের রক্তের ওপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে।

তিনি বলেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য। এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন করা যাবে। তবে কবর দেওয়া হবে এভাবে বলা ঠিক নয়। এগুলো ফ্যাসিবাদের ভাষা।
বিজ্ঞাপন

ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিভু নিভু অবস্থায়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামে। এককভাবে কেউ কিছু দাবি করলে জনমনে বিভেদ সৃষ্টি হবে।

এ সময় সচিবালয়ে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতরা উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার কথা ভাবে না। বিএনপির ভাবনা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার বিষয়ে। ১৭ বছর আন্দোলন কাজে লাগে নাই এটা বলা ভুল। ভবন নির্মাণের সময় নিচ থেকেই শুরু হয়, ওপর থেকে নয়। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনও তেমনভাবে হয়েছে। অনেকে অনেক কিছু বলছেন, যা ঠিক নয়।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন চায়, ভোটাধিকার চায়। জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.