আজ: শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ইং, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

আইএফআইসি ব্যাংক জগন্নাথপুর শাখার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বহৎ পরিসরে ও উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রা শুরো হলো আইএফআইসি ব্যাংক জগন্নাথপুর শাখার। রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪) নতুন এ শাখাটির উদ্বোধনের মধ্য দিয়ে শাখা- উপশাখায় বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ব্যাংক আইএফআইসি এর মোট শাখার সংখ্যা দাড়ালো ১৮৯টি ও উপশাখার সংখ্যা ১২২১টি।

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় মোজাফফার মার্কেটে নতুন এ শাখাটির শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি দীর্ঘ ৪৮ বছর ধরে ব্যাংকিং সেবা নিশ্চিত করে আসছে। জগন্নাথপুরের গ্রাহকদের আরো নিকটবর্তী হয়ে উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে নতুন এ শাখাটির উদ্বোধন করা হলো।

আইএফআইসি ব্যাংকের সিলেট জোনাল ম্যানেজার জনাব এম. এ. কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোঃ আবু হুরায়রা, জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সুরঞ্জিত কুমার সেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ জনাব রুহুল আমিন, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তাজউদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব জামালউদ্দিন বেলাল-সহ স্থানীয় ব্যবসায়ী, সংবাদিক ও শুভানুধ্যায়ীরা।

উল্লেখ্য, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির কাছে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ২০১৯ সালের ২৩ জুন উপশাখা স্থাপন কার্যক্রম ‘প্রতিবেশী ব্যাংকিং’ শুরু করে এবং এ কার্যক্রমরে আওতায় সারা দেশব্যাপী ব্যাংকটির মোট শাখা উপশাখার সংখ্যা দাড়ালো ১৪১০টিতে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.