আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪ প্রসিকিউটর নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য চারজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) গতকাল বুধবার (১ জানুয়ারি) তাদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) অ্যাক্ট-১৯৭৩ এর সেকশন ৭(১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য চারজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর পদে (বর্ণিত পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ দেওয়া হলো।
প্রসিকিউটররা হলেন আব্দুস সোবহান তরফদার (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায়), সহিদুল ইসলাম সরদার ও ফারুক আহম্মদ (ডেপুটি অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদা) ও হাসানুল বান্না (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায়)। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।