আজ: বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫ইং, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ জানুয়ারী ২০২৫, সোমবার |

kidarkar

মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের জাতীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ও করপোরেট চুক্তি সাক্ষর :

নিজস্ব প্রতিবেদক: মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের (এমআইবি) জাতীয় কার্যনির্বাহী কমিটির ২০২৫ সালের প্রথম সভা ৪ জানুয়ারি, রাজধানীর গুলশান ১-এর ক্লাব ৮৯-এ অনুষ্ঠিত হয়েছে।

ড. শরীফুল ইসলাম দুলু, মার্কটেল বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও এবং সেক্রেটারি জেনারেল এম আই বি এর সঞ্চালনায় এবং অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, ভাইস-চ্যান্সেলর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সৈয়দ আলমগীর, ভাইস প্রেসিডেন্ট, এমআইবি ও সিনিয়র মার্কেটিং প্র্যাকটিশনার; মোহাম্মদ মোফাচ্ছেল হক, ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং, টি. কে গ্রুপ; সিনিয়র মার্কেটিং প্র্যাকটিশনার দেওয়ান রাশেদুল হাসান, অধ্যাপক ড. মিজানুর রহমান মজুমদার, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

সভায় এমআইবির সঙ্গে স্কুল অব সেলস ম্যানেজমেন্ট, ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড, eSheBee, ইম্পেল সার্ভিস অ্যান্ড সলিউশনস লিমিটেড (আইএসএসএল) এবং জেনুইটি সিস্টেমস লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। ভবিষ্যতে এই চুক্তি বাংলাদেশের মার্কেটিং খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সভায় উপস্থিত সদস্যরা বিগত বছরের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ২০২৫ সালের কার্যক্রম পরিকল্পনা, সদস্যপদ নীতিমালাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া ২০২৫ সালে বিভিন্ন পরিকল্পনা ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে সংগঠনটিকে আরও কার্যকর ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রায় ৫০ লক্ষাধিক সেলস ও মার্কেটিং পেশার সঙ্গে সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে একত্রিত করে ভোক্তাদের সর্বাধিক সন্তুষ্টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এমআইবি। একইসঙ্গে সংগঠনটি মার্কেটিং প্রফেশনালদের পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.