চাকরিতে পুনর্বহালের দাবিতে ক্যাডেট এসআইদের ফের সচিবালয়ের সামনে অবস্থান
নিজস্ব প্রতিবেদক: চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০ তম ব্যাচের শিক্ষানবিশ ৩২১ এসআই। তারা বলছেন, চাকরি পুনর্বিবেচনার বিষয়ে স্বরাষ্ট্রসচিব আশ্বাস দিলেও এক্ষেত্রে কোনো অগ্রগতি নেই।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে প্রথমে সচিবালয়ের সামনের তৃতীয়বারের মতো সড়কে অবস্থান নেন আন্দোলনরত এসআইরা।
গত ৬ জানুয়ারি স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনির সাথে চাকরি পুনর্বহালের দাবিতে সাক্ষাৎ করেছিলেন তারা। সেসময় স্বরাষ্ট্র সচিব তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। এর ভিত্তিতে আন্দোলন ১২ জানুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছিলো চাকরীচ্যুত শিক্ষানবিশ এসআইরা।
এক্ষেত্রে কোনো অগ্রগতি না হওয়ায় আবারও অবস্থান কর্মসূচিতে নেমেছেন আন্দোলনরত ৩২১ এসআই। বাদ পড়া ক্যাডেট এসআইরা দাবি করেন শৃঙ্খলাভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে সেটি সঠিক ছিল না। বহিস্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন তারা।