আজ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ইং, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ জানুয়ারী ২০২৫, সোমবার |

kidarkar

ব্লকে ৩০ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৬৯ লাখ ১৯ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৩ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি মুন্নু ফেব্রিক্সের ১৮ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৩ কোটি ৩৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রিলায়েন্স ১।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আলহাজ টেক্সটাইল ১ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা এবং বিচ হ্যাচারি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১ টি মতামত “ব্লকে ৩০ কোটি টাকার লেনদেন”

  • Ashif Ibna Ashraf says:

    ফ্রি ফ্লোয়েট এর ১০% যাতে শর্ট সেল করা যায় এমন নিয়ম করলে,যারা টেকনিক্যাল এনালাইসিসে এক্সপার্ট তারা ডাউন মার্কেট এ ব্যবসা করার সুযোগ পাবে,খান ব্রাদার্স
    পি রেশিও 1579.17,এখন এটা শর্ট সেল করার সময়,ফ্রি ফ্লোয়েট এর ১০% শর্ট সেল করার নিয়ম করলে শেয়ার এর প্রাইস বেশি ডাউন করতে পারবে না,ফ্রি ফ্লোয়েট এর ১০% আর পি রেশিও ৪০ এর উপরে আছে এই ধরনের স্টক গুলাতে যাতে শর্ট সেল করা যায় এমন নিয়ম করলে ডাউন মার্কেট এ ব্যবসা করা জেত, পাকিস্তানে ফ্রি ফ্লোয়েট এর ৩% শর্ট সেল করার নিয়ম আছে,নিউজ করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.