আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার |

kidarkar

দুয়ার সার্ভিসেসের কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে কোম্পানিটির সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএসইসির ৯৩৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কমিশন সভায় পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইওর সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে তদন্তের জন্য বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে আরও বলা হয়, সম্প্রতি কোম্পানির সঙ্গে তার বিভিন্ন গ্রাহকের সেবা প্রদান সংক্রান্ত চুক্তি, কোম্পানির আয় ও মুনাফা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ কমিশনের দৃষ্টিগোচর হয়। সেই প্রেক্ষিতেই কমিশন সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে উপর্যুক্ত সিদ্ধান্তটি গ্রহণ করেছে। কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দুয়ার সার্ভিসেস পিএলসি গত বছরের ২৭ এপ্রিল কিউআইওর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের জন্য কমিশনে আবেদন করে। কমিশনের ০৯ জুন অনুষ্ঠিত ৯১১ তম কমিশন সভায় শর্তসাপেক্ষে অভিপ্রায় পত্র প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে কোম্পানির শর্তসমূহ পরিপালনের শর্ত অনুযায়ী কোম্পানির নিকট হতে দলিলাদি প্রাপ্তির পর কমিশন ০৫ ডিসেম্বর,২০২৪ তারিখে অনুষ্ঠিত ৯৩৪ তম কমিশন সভায় সম্মতি পত্র প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ প্রেক্ষিতে কোম্পানি কিউআইও অফারের শেয়ার বরাদ্দে জন্য ১৯ জানুয়ারি,২০২৫ হতে ২৩ জানুয়ারি,২০২৫ তারিখ নির্ধারণ করে।

২ উত্তর “দুয়ার সার্ভিসেসের কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত, তদন্ত কমিটি গঠন”

  • Ashif Ibna Ashraf says:

    ফ্রি ফ্লোয়েট এর ১০% যাতে শর্ট সেল করা যায় এমন নিয়ম করলে,যারা টেকনিক্যাল এনালাইসিসে এক্সপার্ট তারা ডাউন মার্কেট এ ব্যবসা করার সুযোগ পাবে,খান ব্রাদার্স
    পি রেশিও 1579.17,এখন এটা শর্ট সেল করার সময়,ফ্রি ফ্লোয়েট এর ১০% শর্ট সেল করার নিয়ম করলে শেয়ার এর প্রাইস বেশি ডাউন করতে পারবে না,ফ্রি ফ্লোয়েট এর ১০% আর পি রেশিও ৪০ এর উপরে আছে এই ধরনের স্টক গুলাতে যাতে শর্ট সেল করা যায় এমন নিয়ম করলে ডাউন মার্কেট এ ব্যবসা করা জেত, পাকিস্তানে ফ্রি ফ্লোয়েট এর ৩% শর্ট সেল করার নিয়ম আছে,নিউজ করেন।

  • Ashif Ibna Ashraf says:

    ফ্রি ফ্লোয়েট এর ১০% যাতে শর্ট সেল করা যায় এমন নিয়ম করলে,যারা,, টেকনিক্যাল এনালাইসিসে এক্সপার্ট তারা ডাউন মার্কেট এ ব্যবসা করার সুযোগ পাবে,খান ব্রাদার্স
    পি রেশিও 1579.17,এখন এটা শর্ট সেল করার সময়,ফ্রি ফ্লোয়েট এর ১০% শর্ট সেল করার নিয়ম করলে শেয়ার এর প্রাইস বেশি ডাউন করতে পারবে না,ফ্রি ফ্লোয়েট এর ১০% আর পি রেশিও ৪০ এর উপরে আছে এই ধরনের স্টক গুলাতে যাতে শর্ট সেল করা যায় এমন নিয়ম করলে ডাউন মার্কেট এ ব্যবসা করা জেত, পাকিস্তানে ফ্রি ফ্লোয়েট এর ৩% শর্ট সেল করার নিয়ম আছে,নিউজ করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.