পতনের বৃত্ত থেকে বের হতেই পারছে না শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও মূল্যসূচকের পতন হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই মূল্যসূচক কমলো। আর চলতি বছরে লেনদেন হওয়া ১০ কার্যদিবসের মধ্যে সাত কার্যদিবসেই মূল্যসূচক কমেছে।
সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে দরপতনের পর মঙ্গলবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে মূল্যসূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৪০ পয়েন্ট বেড়ে যায়।
লেনদেনের শুরুর মতো শেষ পর্যন্তও দাম কমা থেকে দাম বাড়ার তালিকায় থাকে বেশিরভাগ প্রতিষ্ঠান। কিন্তু শেষ ঘণ্টার লেনদেনে বড় মূলধনের বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। ফল দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকার পরও মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়েছে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৩১টির এবং ৮৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৫ হাজার ১৫০ পয়েন্টে নেমে গেছে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৯০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে।
প্রধান মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ১৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪৬ কোটি ৬৭ লাখ টাকা।
এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১১ কোটি ৮৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ৬২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আফতাব অটোমোবাইল, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, লাভেলো আইসক্রিম, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭২টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৬৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৪ কোটি ৩ লাখ টাকা।
ফ্রি ফ্লোয়েট এর ১০% যাতে শর্ট সেল করা যায় এমন নিয়ম করলে,যারা টেকনিক্যাল এনালাইসিসে এক্সপার্ট তারা ডাউন মার্কেট এ ব্যবসা করার সুযোগ পাবে,খান ব্রাদার্স
পি রেশিও 1579.17,এখন এটা শর্ট সেল করার সময়,ফ্রি ফ্লোয়েট এর ১০% শর্ট সেল করার নিয়ম করলে শেয়ার এর প্রাইস বেশি ডাউন করতে পারবে না,ফ্রি ফ্লোয়েট এর ১০% আর পি রেশিও ৪০ এর উপরে আছে এই ধরনের স্টক গুলাতে যাতে শর্ট সেল করা যায় এমন নিয়ম করলে ডাউন মার্কেট এ ব্যবসা করা জেত, পাকিস্তানে ফ্রি ফ্লোয়েট এর ৩% শর্ট সেল করার নিয়ম আছে,নিউজ করেন।