নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি উপহার হিসেবে এই শেয়ার হস্তান্তর করবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে ১১ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ৩৯৪টি শেয়ার রয়েছে।
এর মধ্যে থেকে তার ছেলে সালেহীন মুশফিক সাদাফ এবং মেয়ে সাদমান সাইকা সেফাকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) মোট দুই কোটি ৫০ লাখ শেয়ার উপহার হিসেবে প্রদান করবেন।
স্টক একচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে তিনি এই লেনদেন সম্পন্ন করেন।
ফ্রি ফ্লোয়েট এর ১০% যাতে শর্ট সেল করা যায় এমন নিয়ম করলে,যারা টেকনিক্যাল এনালাইসিসে এক্সপার্ট তারা ডাউন মার্কেট এ ব্যবসা করার সুযোগ পাবে,খান ব্রাদার্স
পি রেশিও 1579.17,এখন এটা শর্ট সেল করার সময়,ফ্রি ফ্লোয়েট এর ১০% শর্ট সেল করার নিয়ম করলে শেয়ার এর প্রাইস বেশি ডাউন করতে পারবে না,ফ্রি ফ্লোয়েট এর ১০% আর পি রেশিও ৪০ এর উপরে আছে এই ধরনের স্টক গুলাতে যাতে শর্ট সেল করা যায় এমন নিয়ম করলে ডাউন মার্কেট এ ব্যবসা করা জেত, পাকিস্তানে ফ্রি ফ্লোয়েট এর ৩% শর্ট সেল করার নিয়ম আছে,নিউজ করেন।।।