নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২২ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করা হবে।
ফ্রি ফ্লোয়েট এর ১০% যাতে শর্ট সেল করা যায় এমন নিয়ম করলে,যারা টেকনিক্যাল এনালাইসিসে এক্সপার্ট তারা ডাউন মার্কেট এ ব্যবসা করার সুযোগ পাবে,খান ব্রাদার্স
পি রেশিও 1579.17,এখন এটা শর্ট সেল করার সময়,ফ্রি ফ্লোয়েট এর ১০% শর্ট সেল করার নিয়ম করলে শেয়ার এর প্রাইস বেশি ডাউন করতে পারবে না,ফ্রি ফ্লোয়েট এর ১০% আর পি রেশিও ৪০ এর উপরে আছে এই ধরনের স্টক গুলাতে যাতে শর্ট সেল করা যায় এমন নিয়ম করলে ডাউন মার্কেট এ ব্যবসা করা জেত, পাকিস্তানে ফ্রি ফ্লোয়েট এর ৩% শর্ট সেল করার নিয়ম আছে,নিউজ করেন।।।।।।