আজ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ইং, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ জানুয়ারী ২০২৫, বুধবার |

kidarkar

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৭ জানুয়ারি অনলাইন নিউজ পোর্টাল শেয়ারবাজার নিউজ ডটকমে ‘দুদকের তদন্তের জালে বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বিএসইসির চেয়ারম্যান।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, উক্ত সংবাদ প্রতিবেদনে নিম্নস্বাক্ষরকারীর বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। সর্বোপরি, সংবাদ প্রতিবদেনটি ব্যক্তিগতভাবে আক্রমনাত্মক। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিম্নস্বাক্ষরকারীর ইমেজকে প্রশ্নবিদ্ধ করতেই এমন তথ্য-প্রমান বিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। এই ধরণের প্রতিবেদনের মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর সুনাম ও মর্যাদা ক্ষুন্ন করার অপপ্রয়াস চালানো হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখিত ২৬৪ কোটি টাকার ঋণটি মূলত কয়েকটি ব্যাংক কর্তৃক প্রদত্ত হয়েছে যেখানে এনআরবিসি ব্যাংক শুধুমাত্র ২৫ কোটি টাকা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে অর্থায়ন করেছে। কিন্তু প্রতিবেদনে ঋণটির এধরণের গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ না করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে, প্রতিবেদনটি সঠিক ও তথ্যবহুল নয়। নিম্নস্বাক্ষরকারীর দায়িত্বকালীন সময়ে প্রতিষ্ঠানের পক্ষে ঋণ অনুমোদন ও ব্যাংক পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের আইন/প্রবিধাণ/নির্দেশনা অনুসরণ ও ব্যাংকের বিধিবিধান অনুসরণ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলো কোনো নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। এটি স্পষ্ট যে, ব্যক্তিগত আক্রোশ বা সাম্প্রতিক সময়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের চেয়ারম্যানে পদে দায়িত্ব গ্রহণ ও কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কারণে নিম্নস্বাক্ষরকারীকে সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরণের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। উক্ত ভিত্তিহীন ও মানহানিকর প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং এধরণের সংবাদ প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা অবলম্বনের অনুরোধ করছি।

প্রেস বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.