আজ: শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ইং, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জানুয়ারী ২০২৫, শনিবার |

kidarkar

পাঁচ অধিদপ্তরে স্বতন্ত্র অভ্যন্তরীণ অডিট বিভাগ করেছে অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে আর্থিক ঝুঁকি হ্রাস এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পাঁচ টি অধিদপ্তরে স্বতন্ত্র ইন্টারনাল অডিট বিভাগ স্থাপন করেছে অর্থ মন্ত্রণালয়। আগামী সপ্তাহ থেকে যা পুরোপুরি কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

শুক্রবার (১৭ জানুয়ারি) ‘ইন্টারনাল অডিটিং জার্নি ইন পাবলিক সেক্টর’ শীর্ষক স্টেকহোল্ডারদের এক পরামর্শ কর্মশালায় এ কথা জানান তিনি।

পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ সচিব বলেন, আর্থিক ব্যবস্থাপনা শুধু অর্থ মন্ত্রণালয়ের কাজ নয়, সরকারের সব ব্যয় নির্বাহী প্রতিষ্ঠানও এর সঙ্গে যুক্ত। তাই যেখানে প্রকিউরমেন্ট বেশি হয় এমন পাঁচটি উচ্চ ব্যয়ের বিভাগ যেমন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরে অভ্যন্তরীণ অডিটিং পাইলটিং হচ্ছে। এ উদ্যোগ হবে সুদূরপ্রসারী এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চালু করতে কাজ করছে সরকার।

কর্মশালায় সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুন নূর চৌধুরী। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট-১) ও স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবেল সার্ভিস ডেলিভারির (এসপিএফএমএস) জাতীয় কর্মসূচি পরিচালক বিলকিস জাহান রিমি। অনুষ্ঠানে ভোট-অব-থ্যঙ্কস প্রদান করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী আব্দুল আহাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজুন নূর চৌধুরী বলেন, ইন্টারনাল কন্ট্রোল স্থাপন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইন্টারনাল অডিটের গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে মো. শফিকুল ইসলাম সিস্টেম ডিজিটাইজড করার পাশাপাশি এই সিস্টেম ব্যবহারকারী, বিশেষ করে ভেন্ডারদের দক্ষতার বিষয়টিও ভাবার পরামর্শ দেন। এছাড়া ইন্টারনাল অডিট বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক দক্ষতার উন্নয়ন খুবই জরুরি বলে উল্লেখ করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট-১) বিলকিস জাহান রিমি বলেন, ইন্টারনাল অডিট ম্যানেজমেন্ট থার্ড আই হিসেবে কাজ করে। এর মাধ্যমে সরকারি বিধিবিধান অনুসরণ করে আর্থিক ব্যবস্থাপনা হচ্ছে কি না তা জানা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে অভ্যন্তরীণ অডিটিংয়ের বিভিন্ন দিক উপস্থাপন করেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আজাদ ছাল্লাল, যুগ্ম সচিব ও এসপিএফএমএস প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কোঅর্ডিনেটর মো. রফিকুল ইসলাম এবং অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ।

উপস্থাপনায় স্বাধীন অভ্যন্তরীণ অডিট ইউনিট (আইএইউ) স্থাপনের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি রিপোর্টিং লাইনের জন্য স্ট্যান্ডার্ড অর্গানোগ্রাম তৈরির গুরুত্বের কথা তুলে ধরা হয়। একই সঙ্গে ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ অডিট ম্যানুয়াল অনুযায়ী অডিট পর্যবেক্ষণ অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে মন্ত্রণালয় বা বিভাগগুলোতে অভ্যন্তরীণ অডিট কমিটি গঠনের সুপারিশ করা হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.