সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শেয়ারবাজার ডেস্ক : ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত থেকে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অন্যান্য আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।
আদালত সূত্রে জানা যায়, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলা দায়ের করা হয় গত বছর ১৫ ডিসেম্বর। আসামিদের আদালতে উপস্থিত হতে বলা হয় ১৮ জানুয়ারি।
আদালত এর আগে নির্দেশ দিয়েছিল, যারা উপস্থিত হতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। সেই নির্দেশ অনুসারে আজ রোববার সাকিবসহ মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়