আজ: রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ইং, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ জানুয়ারী ২০২৫, রবিবার |

kidarkar

মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মিডল্যান্ড ব্যাংক পিএলসি. জনসাধারণের মাঝে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বিগত ২৩ জানুয়ারী, ২০১৭ ইং তারিখে নারায়নগঞ্জ, রুপগঞ্জের তারাব ইউনিয়নে এজেন্ট ব্যাংকিং সেন্টার এর আনুষ্ঠানিক উদে¦াধন এর মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কাযক্রম শুরু করে। বর্তমানে দেশব্যাপি ২৯ জেলার ৭১ উপজেলায় ব্যাংকের রয়েছে ১৪০টি এজেন্ট ব্যাংকিং সেন্টার।

১৮ জানুয়ারী ২০২৫ তারিখে ঢাকার গুলশানে অবস্থিত লেকশর হোটেলে মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোঃ আহসান-উজ জামান এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৫ এর সভাপতিত্ব করেন।

মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালক এবং দেশের স্বনামধন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠার প্রান-অরএফএল গ্রæপ-এর সম্মানিত চেয়ারম্যান জনাব আহসান খান চৌধুরী এজেন্ট ব্যাংকিং সম্মেলনে উপস্থিত ছিলেন এবং মোটিভেশনাল স্পিচ প্রদান করেন।

এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৫ -এ ব্যাংকের ১৪০ টি এজেন্ট ব্যাংকিং সেন্টার-এর সম্মানিত এজেন্ট এবং তাদের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত এজেন্ট বৃন্দের মধ্যে থেকে বেশ কয়েকজন এজেন্ট সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত এজেন্ট বৃন্দ এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হোসেন, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রোল আউট কমিটির সদস্য খন্দকার তৌফিক হোসেন, হেড অব ইনটারন্যাশনাল এন্ড এনআরবি ডিভিশন, নাজমুল হুদা সরকার, সিটিও এন্ড হেড অব আইটি ডিভিশন, মোঃ রাশেদ আকতার, হেড অব রিটেল ডিসস্ট্রিবিউশন ডিভিশন, ইমরান আল হাবিব, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন। অনুষ্ঠানে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খানসহ বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ, শাখা প্রধানবৃন্দ, এজেন্ট ব্যাংকিং সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপি অনুষ্ঠিত কনফারেন্সের শুরুতে মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণের জন্য মহান আল্লাহতালার নিকট দোয়া কামনা করা হয়।

এজেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৫ এ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন ব্যাংকের ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ রাশেদুল আনোয়ার।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.