বন্ধ হয়ে গেলো কেয়া গ্রুপের আরও দুই প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে কেয়া কসমেটিকস লিমিটেডের (নিট কম্পোজিট ডিভিশন) ডাইং ও ইউটিলিটি বিভাগের সব কার্যক্রম আগামী ২০ মে থেকে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা করা হয়েছে।
সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংক হিসাবের অমিল, কাঁচামালের অভাব এবং কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতা বিবেচনা করে।
মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠানটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যানের স্বাক্ষরিত এক নোটিশ কারখানার প্রধান ফটকে সাঁটানো হয়, যেখানে এই ঘোষণা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, কেয়া কসমেটিকস লিমিটেডের ডাইং ও ইউটিলিটি বিভাগের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের জানানো হচ্ছে যে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ধারা (২৬) এবং শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী তাদের সব পাওনা বন্ধের পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে।
এদিকে, কারখানা বন্ধের খবর শোনার পর বিভিন্ন সেকশনে কর্মরত প্রায় সাত শতাধিক শ্রবণ ও বাক প্রতিবন্ধী শ্রমিক প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেয়া গ্রুপের সামনে সাজু মার্কেটে একত্র হয়ে কারখানা খোলার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেন।
নোটিশের অনুলিপি বিভিন্ন সরকারী-মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক, গাজীপুরের শিল্পপুলিশের এসপি, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এবং কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
প্রসঙ্গত, এর আগে ৩১ ডিসেম্বর একই কারণে কেয়া গ্রুপের পাঁচটি কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার মধ্যে নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড অন্তর্ভুক্ত ছিল, এবং সেগুলো আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।