আজ: শনিবার, ১৫ মার্চ ২০২৫ইং, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ মার্চ ২০২৫, শুক্রবার |

kidarkar

মাঠে ফিরেই নিজেকে রাঙাতে পারবেন তাসকিন?

স্পোর্টস ডেস্ক: মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জ; পরিণত আর অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের লড়াই। তরুণ টপঅর্ডার মাহিদুল ইসলাম অংকন ও মিডলঅর্ডার কাম স্পিনার আরিফুর ইসলাম ছাড়া মোহামেডানের বাকি ৯ ক্রিকেটারই পরিণত, অভিজ্ঞ। অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ পাশাপাশি তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামও এখন পুরো প্রতিষ্ঠিত পারফরমার।

অন্যদিকে লিজেন্ডস অব রূপগঞ্জের লাইনআপে পরিণত পারফরমার মূলত একজন; সৌম্য সরকার। তানজিদ তামিম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, আকবর আলী, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও তানভীর ইসলামরা টগবগ করে ফুটছেন। বয়স কম, অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, টপঅর্ডার, মিডলঅর্ডার, লেটঅর্ডার ব্যাটিং, পেস ও স্পিন বোলিং ডিপার্টমেন্ট এবং বাড়তি বোলিং অপশন- এসব বিবেচনায় দু’পক্ষই খুব কাছাকাছি।

তবে টপঅর্ডার ব্যাটিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ খানিক এগিয়ে। কারণ, দলটির দুই ওপেনার তানজিদ তামিম-সাইফ হাসান আর ওয়ান ডাউন সৌম্য সরকার; তিনজনই ভালো ফর্মে আছেন। প্রতিপক্ষের ফ্রন্টলাইন বোলারদের তোপ সামলে দিচ্ছেন খুব ভালো ভাবেই। এটা রূপগঞ্জের বড় প্লাস পয়েন্ট।

অন্যদিকে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল রানেও আছেন। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। ওয়ান ডাউন মাহিদুল ইসলাম অংকনও বেশ ভালো ছন্দে আছেন। তারপরও মোহামেডানের টপঅর্ডারে কিছুটা অস্থিরতা রয়েছে। কারণ, অপর ওপেনাররা রান পাচ্ছেন না।

তিন ম্যাচ খেলে রনি তালুকদার ব্যর্থ। ওপেনিংয়ে প্রমোশন পেয়ে মেহেদী হাসান মিরাজও সর্বশেষ ম্যাচে রান করেননি। এছাড়া বাঁহাতি শরিফুল ইসলাম ও তানজিম সাকিব যেভাবে প্রতিপক্ষের ব্যাটারদের ওপর প্রভাব বিস্তার করতে পেরেছেন, মোহামেডানের আবু হায়দার রনি, এবাদত হোসেন ও সাইফউদ্দীন তা পারেননি।

মোহামেডানের বোলিং শক্তির বড় অংশ হলেন তিন স্পিনার- মিরাজ, তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দুই সপ্তাহ বিশ্রামে থাকার পর আগামীকাল শনিবার তাসকিন আহমেদ খেলবেন। দেশের এক নম্বর ফাস্টবোলার তাসকিনের অন্তর্ভূক্তি মোহামেডানের বোলিং শক্তি বাড়াবে অনেকটা। লিজেন্ডস অব রূপগঞ্জের টপ ও মিডলঅর্ডাররা তাসকিনকে কেমন সামলান সেটিই এখন দেখার।

ফাল্গুনের শেষ দিন। মাথার ওপরে রোদের ঝাঁঝালো তেজ। এই গরমে পেসারদের বাড়তি কিছু করা কঠিন। লম্বা স্পেলে বোলিং করা আরও শক্ত। তবে তাসকিন নিজেকে অনেক ঘষে মেজে তৈরি করেছেন। তার বোলিংয়ের মানও বেড়েছে প্রচুর। দ্রুতগতির বোলার এখন অনেক পরিণত, অভিজ্ঞ। পেসে বৈচিত্র্য এনে স্লোয়ার, বাউন্সার আর ইয়র্কারের মিশেলে অনেক কিছু করার ক্ষমতা অর্জন করেছেন তাসকিন। দেখা যাক, এবারের লিগে প্রথম দিন মাঠে নেমে নিজের সামর্থ্যের কতটুকু উজাড় করে দিতে পারেন দেশসেরা ফাস্টবোলার।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.