এমটিবি ফাউন্ডেশন ও পিএফডিএ-ভিটিসি ট্রাস্টের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: এমটিবি ফাউন্ডেশন এবং পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ-ভিটিসি ট্রাস্ট)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। “অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) সম্পন্ন শিক্ষার্থী এবং শিক্ষক, অভিভাবক ও পরিচর্যাকারীদের জন্য কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত দক্ষতা উন্নয়ন” শীর্ষক এই উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থী এবং শিক্ষক, অভিভাবক ও পরিচর্যাকারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে দক্ষতা উন্নয়নে উদ্যোগ গ্রহণ।
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সীমারেখা বোঝা, সম্মতি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সামাজিক যোগাযোগের চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করা হবে, যা এএসডি সম্পন্ন শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, এই প্রকল্পের মাধ্যমে বিশেষ শিক্ষাবিদ ও থেরাপিস্টদের সহযোগিতায় অভিভাবক, শিক্ষক ও পরিচর্যাকারীদের দক্ষতা বৃদ্ধি করা হবে, যাতে তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজন ও সক্ষমতা সঠিকভাবে চিহ্নিত করতে পারেন এবং একটি সুসংগঠিত সহায়তা ব্যবস্থা তৈরি করতে পারেন। এই উদ্যোগটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি, সমাজে আরও অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।
এই প্রকল্পের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩, ৪, ৫, এবং ১০-এর লক্ষ্য বাস্তবায়নে অবদান রাখবে।
উক্ত চুক্তিতে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী এবং পিএফডিএ-ভিটিসি ট্রাস্ট-এর প্রিন্সিপাল, বেগম নূর জাহান দিপা ।
এছাড়া, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামলকো, রেইস উদ্দীন আহ্মাদ এবং গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান, শাফায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।
পিএফডিএ-ভিটিসি ট্রাস্ট-এর উপদেষ্টা ডা. এস. এম. আসিব নাসিম এবং অপারেশন ম্যানেজার মোঃ রিজওয়ানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।