লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৬ মার্চ) স্কয়ার ফার্মার ১৩ কোটি ৯৭ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার টাকার। আর ১১ কোটি ২১ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামিক, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, লিন্ডে বাংলাদেশ, গোল্ডেন হার্ভেস্ট, কাট্টলী টেক্সটাইল এবং বিচ হ্যাচারি লিমিটেড।
ডেরিভেটিভ মার্কেট চালু করা হোক এবং শর্ট সেল এর অনুমোদন দেওয়া হোক পাকিস্তানে ফ্রি ফ্লয়েট এর ৩ পারসেন্ট শর্ট সেল করার নিয়ম আছে