এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে চায় রয়্যাল ফুটওয়্যার
খালিদ হাসান: পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় রয়্যাল ফুটওয়্যার লিমিটেড। কোম্পানিটি পুঁজিবাজারের স্বল্প মূলধনি কোম্পানিগুলোর এসএমই প্ল্যাটফর্ম থেকে ইনিশিয়াল কোয়ালিফাই ইনভেস্টর অফারের (আইকিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা সংগ্রহ করতে আগ্রহী।
কোম্পানিটি পুঁজিবাজারে আসতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আবেদন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গছে, কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে। ওই টাকা ব্যবসা সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয়, জমি ক্রয়, ভবন নির্মাণ, ঋণ পরিশোধ, এবং আইকিউআইও খাতে ব্যয় করা হবে।
কোম্পানিটি জমি কেনার জন্য ১.৩০ কোটি টাকা, ভবন নির্মাণের জন্য ৩.১২ কোটি টাকা, যন্ত্রপাতি ক্রয়ের জন্য ৩.৭২ কোটি টাকা, ঋণ পরিশোধের জন্য ৩.৫০ কোটি টাকা এবং আইকিউআইও জন্য ০.৩৬ কোটি টাকা ব্যয় করবে।
কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
রয়্যাল ফুটওয়্যার মূলত একটি জুতা প্রস্তুতকারক এবং রপ্তানিকারক কোম্পানি। এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ফার্ম আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের সাথে রয়্যাল ফুটওয়্যারের কিছু সাধারণ পরিচালকদের শেয়ার রয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, আল-মদিনা ব্যবসা সম্প্রসারণের জন্য এসএমই প্ল্যাটফর্মের মাধ্যমে ৫ কোটি টাকা সংগ্রহ করে।
২০২৪ সালে রয়্যাল ফুটওয়্যার লিমিটেড ১১২.৩২কোটি টাকা আয় করেছে, যা আগের অর্থবছরে ৫৯.৫৪ কোটি টাকা থেকে বেশি। কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৬.৭১ কোটি টাকা, যা এক বছর আগের ২.৩৬ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৪ পয়সা, যেখানে পুনঃমূল্যায়নের পর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৫.০৭ পয়সা।