৪ কোম্পানির শেয়ারে ঝুকছেন বিনিয়োগকারীরা
শেয়ারবাজার ডেস্ক : আজ ৬ জানুয়ারি, সোমবার সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এ সময় পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির শেয়ারে ঝুকছেন বিনিয়োগকারীরা। শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিলো ৩৮ টাকা ২০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয়েছে ৩৮ টাকা ৩০ পয়সায়। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪২ টাকা। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
এ সময় পর্যন্ত কোম্পানিটি ৭ লাখ ৪ হাজার ৮১৮টি শেয়ার ৭৩৯ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৯৩ লাখ ৭৬ হাজার টাকা।
এছাড়া অন্যান্যদের মধ্যে- খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর ১৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৪৭ টাকা ২০ পয়সা।
সুরিদ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর ৬০ পয়সা বা ৯.৩৭ শতাংশ বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৭ টাকা।
আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারের দর ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩ টাকা ১০ পয়সা।