আজ: সোমবার, ৩১ মার্চ ২০২৫ইং, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার |

kidarkar

আইডিএলসি ফাইন্যান্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আসিফ সাদ বিন শামস

নিজস্ব প্রতিবেদক: আইডিএলসি ফাইন্যান্স পিএলসির চিফ রিস্ক অফিসার (সিআরও) আসিফ সাদ বিন শামসকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ৩৫০তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যা আগামী ১ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে।

আসিফ সাদ বিন শামস ২০০৯ সালে আইডিএলসিতে যোগদানের পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে- প্রতিষ্ঠানটি প্রবৃদ্ধি ও ইতিবাচক রূপান্তরের দিকে এগিয়ে গেছে।

তিনি শুরুতে ক্রেডিট এবং কালেকশন বিভাগের নেতৃত্ব দেন এবং পরবর্তীকালে ২০২১ সালের মার্চে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন।

ব্যাংকিং এবং আর্থিক খাতে তার ২৯ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৯৬ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। আইডিএলসিতে যোগদানের পূর্বে, তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে হেড অব পলিসি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

এ পদোন্নতি আইডিএলসি ফাইন্যান্সের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.