২৪ ঘণ্টায় আরও ১১৫ ফিলিস্তিনি নিহত, গাজায় চলেছে ধ্বংসযজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ১১৫ জন ফিলিস্তিনি নিহত এবং আরও অন্তত ২১৬ জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন এবং তাদের উদ্ধারে কাজ এখনও চলছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় আইডিএফ-এর টানা সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ১১৯ জনে এবং আহত হয়েছে ১ লাখ ২০ হাজার ২১৪ জন। হতাহতের এই পরিসংখ্যানের প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু, যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হিসেবে নামল।
ঘটনার পটভূমি হিসেবে জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অপ্রত্যাশিত হামলা চালায়। ওই হামলায় তারা এক হাজার ২০০ জনকে হত্যা করে এবং অন্তত ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। হামাসের এ হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে ইসরায়েলি বাহিনী একই দিন থেকে গাজায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।
১৫ মাসেরও বেশি সময় টানা যুদ্ধবিরতির পর, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর চাপের কারণে ২০২৪ সালের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির মাত্র দুই মাসও না যেতেই, ২০২৪ সালের ১৮ মার্চ থেকে ফের গাজায় দ্বিতীয় দফার অভিযান শুরু করে আইডিএফ। এ দ্বিতীয় দফায় এখন পর্যন্ত দিনে গড়ে কয়েকশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত প্রায় দুই মাসে এই অভিযানে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার ৯৮৫ জন এবং আহত হয়েছেন ৮ হাজার ১৭৩ জন।
আইডিএফ জানিয়েছে, হামাস যোদ্ধাদের হাতে আটকা পড়া অন্তত ২৫১ জন জিম্মির মধ্যে এখনও ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারের জন্য কঠোর সামরিক অভিযান চলছে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানাচ্ছে। এছাড়াও, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে। কিন্তু নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল করা এবং জিম্মিদের মুক্ত করা পর্যন্ত গাজায় অভিযান থামানো হবে না।
গাজায় চলমান এই সামরিক সংঘর্ষ ও মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে, আর আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ক্রমশ বাড়ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অসংখ্য মানুষের জীবনের জন্য আশঙ্কা বাড়ছে, যাদের উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থা এখনো পুরোপুরি সম্ভব হয়নি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে গাজায় প্রাণহানি ও মানবিক বিপর্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, আলজাজিরা
এই বিভাগের আরও খবর

ভারতেই প্রথমবারের মতো বিধ্বস্ত হলো বোয়িং ৭৮৭

তীব্র গরম দিল্লিতে রেড অ্যালার্ট জারি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১২০, প্রাণহানি ছাড়াল ৫৫ হাজার

গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত

উত্তাল লস অ্যাঞ্জেলেস ট্রাম্পের বিরুদ্ধে মামলা করল ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন
