
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় স্টেডিয়ামে আগামী ১০ জুন এএফসি এশিয়ান বাছাইপর্বের বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সাথে অংশীদারিত্ব করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড টেকনো।
এদেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। তাই ফুটবলের উন্নয়নে অব্যাহত প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ টেকনো। এই অংশীদারিত্ব সেই প্রতিশ্রুতির প্রতিফলন এবং এই ব্র্যান্ডের “স্টপ অ্যাট নাথিং” ফিলোসফির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
২০১৬ সালে ম্যানচেস্টার সিটি এফসি’র সাথে অংশীদারিত্বের মাধ্যমে ফুটবলের সাথে টেকনোর সম্পৃক্ততা শুরু হয়। এই পদক্ষেপ এই ব্রান্ডের যাত্রায় একটি বড় মাইলফলক, কারণ এভাবেই ফুটবল ফ্যানদের সাথে নতুন সম্পর্কের সূচনা হয় এই ব্র্যান্ডের। এরপর টেকনো বিভিন্ন টুর্নামেন্টে নিজেদের সম্পৃক্ত করেছে। টেকনো ‘টোটালএনার্জিস সিএএফ আফ্রিকা কাপ অব নেশনস কোট ডি’আইভরি ২০২৩’ এর এক্সক্লুসিভ স্মার্টফোন পার্টনার ছিল।
এ ছাড়া, বর্তমানে টেকনো ২০২৪-২০২৫ মৌসুমের জন্য এএফসি ক্লাব প্রতিযোগিতার অফিসিয়াল গ্লোবাল সাপোর্টার হওয়ার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লীগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু এবং এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লীগের সাথে যুক্ত রয়েছে।
বাংলাদেশেও টেকনো বহুদিন ধরে ফুটবল সংশ্লিষ্ট উদ্যোগ সমর্থন করে আসছে। বিশেষ করে, ২০১৯ সালে অনুষ্ঠিত বিএফএফ অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের স্পনসর ছিল টেকনো; এই আয়োজনে সারাদেশ থেকে প্রায় ৯ হাজার তরুণ খেলোয়াড় অংশগ্রহণ করে। কিছুদিন পর সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের জাতীয় দল। এমন সময় বাংলাদেশ ফুটবলের পাশে থাকতে পেরে টেকনো গর্বিত।
এই বিভাগের আরও খবর
দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের ১১৬ জন কর্মীকে পদোন্নতি প্রদান
কোরবানির পশুর হাটে লেনদেনব্যবস্থা নিরাপদ করতে আইএফআইসি ব্যাংকের ডিজিটাল পেমেন্ট বুথ উদ্বোধন
উন্নত দুর্যোগ ব্যবস্থাপনার জন্য হুয়াওয়ে আইএএএস ব্যবহার করবে ইজিসিবি

ভিসা সিগনেচার এবং কর্পোরেট কমার্শিয়াল ক্রেডিট কার্ড চালু করেছে এনআরবি ব্যাংক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমটিও ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত
