দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের ১১৬ জন কর্মীকে পদোন্নতি প্রদান
নিজস্ব প্রতিবেদক: কর্মক্ষেত্রে পেশাগত সক্ষমতা প্রদর্শন এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিতে ভ‚মিকা রাখার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের পদোন্নতি দিয়েছে আইএফআইসি ব্যাংক। দেশব্যাপী বিভিন্ন শাখা-উপশাখা ও প্রধান কার্যালয়ের সর্বমোট ১১৬ জনকে এ পদোন্নতি প্রদান করা হয়।
সম্প্রতি (রবিবার ১ জুন, ২০২৫) আইএফআইসি টাওয়ার-এর মাল্টিপারপাস হলে ‘সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আয়োজনে জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, আইএফআইসি ব্যাংকের একটি প্রধান ভিত্তি হচ্ছে এর সুদক্ষ জনবল। তিনি আরো বলেন, ক্যারিয়ারের অগ্রগতি ও যোগ্যতা ভিত্তিক স্বীকৃতি যেমন ব্যাংকের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করে তেমনি ব্যবসার টেকসই উন্নয়নে শক্তিশালী ভ‚মিকা রাখছে।
এই বিভাগের আরও খবর

তিন মাসে ব্যাংকে আমানত বেড়েছে ৪০ হাজার কোটি টাকা

মার্চে বাড়তি ২৫ হাজার কোটি টাকা তুলেছেন গ্রাহকরা

ভোগান্তির শেষ নেই এটিএমে টাকার সংকট, বুথে বুথে ঘুরছেন গ্রাহক

তিন দিনে রেমিট্যান্স এলো ৭ হাজার ৪২৯ কোটি টাকা
কোরবানির পশুর হাটে লেনদেনব্যবস্থা নিরাপদ করতে আইএফআইসি ব্যাংকের ডিজিটাল পেমেন্ট বুথ উদ্বোধন
