দিনাজপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

শেয়ারবাজার ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) সকাল সাতটার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।
নিহতদের মধ্যে রয়েছেন মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মানিক হোসেন (৩৪) এবং একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে যাত্রী দেলোয়ার হোসেন (৩৫)। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। তবে এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর এবং উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাবলু ফার্ম এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। আহত পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের এক যাত্রী মারা যান।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পরপরই যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই বিভাগের আরও খবর

বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ভারতে প্লেন দুর্ঘটনা শোক জানিয়ে নরেন্দ্র মোদীকে বার্তা ড. ইউনূসের

কমলাপুরে যাত্রীর ভিড় নেই, চাপ বাড়তে পারে শুক্রবার

যাত্রাবাড়ী ও সায়েদাবাদে ঢাকামুখী মানুষের চাপ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি কিয়ার স্টারমার: এফটি
