ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’, টিজার ও টাইটেল সংয়ে বাড়ছে উত্তেজনা

29 May 2025, 02:00 PM
ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’, টিজার ও টাইটেল সংয়ে বাড়ছে উত্তেজনা

বিনোদন ডেস্ক : ঈদুল আজহার মুখে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ মুক্তির প্রস্তুতি সম্পন্ন করছে। রায়হান রাফীর পরিচালনায় নির্মিত এ সিনেমার টিজার ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

 

বুধবার (২৮ মে) ইউটিউবে প্রকাশিত হয়েছে সিনেমাটির টাইটেল সং ‘তাণ্ডব’, যা মাত্র ১ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিও হলেও শাকিবের ঝড়ো অ্যাকশন ও ভিন্ন লুকে দর্শকদের কৌতূহল বহুগুণ বৃদ্ধি করেছে।

 

টাইটেল সংটিতে ধ্বংস, বিপর্যয় ও আতঙ্কের মিশেলে নির্মিত ভিন্নধর্মী সাউন্ডস্কেপ দর্শকদের মধ্যে উত্তেজনার সঞ্চার করেছে। গানটির মিউজিক করেছেন তানভির আহমেদ এবং কণ্ঠ ও সুর দিয়েছেন শিফাত আবদুল্লাহ আবির। আলফা আইয়ের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এলো তাণ্ডবের টাইটেল সং! রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট।’

 

গত বছর ‘তুফান’ সিনেমার সাফল্যের পর আবারও শাকিব-রায়হান রাফী জুটির সৃষ্ট ‘তাণ্ডব’ ঈদে বাংলা সিনেমার জমজমাট আয়োজন হিসেবে দর্শকদের অপেক্ষায় রয়েছে। মেগাস্টার শাকিবের নতুন লুকে ও মারাত্মক অ্যাকশনে ‘তাণ্ডব’ ঈদ মাতাবে বলে মনে করছেন নির্মাতা ও সিনেমাপ্রেমীরা।