মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ০৪ জুন ২০২৫ ইং তারিখে হাইব্রিড পদ্ধতিতে এবং শেয়ারহোল্ডারবৃন্দের স্বশরীর উপস্থিতিতে নেভাল হেড কোয়ারটার ঢাকা এর বি এন সাগরিকা হলে অনুষ্ঠিত হয়। 


ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ত¡ করেন। 

 

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউিটিভ কমিটির চেয়ারম্যান জনাব রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আসিফ-উজ-জামান, রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডঃ মোস্তাফিজুর রহমান অংশ নেন। 


বিপুল সংখ্যক সাধারন এবং প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারবৃন্দ ১২ম বার্ষিক সাধারণ সভায় অংশ নেন। এছাড়াও সভায় ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালকবৃন্দ, উদ্দ্যোক্তাবৃন্দ, নিরীক্ষক এবং ইন্ডিপেন্ডেন্ট ¯ুŒটিনাইজার সংযুক্ত ছিলেন। 


ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ আহসান-উজ জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হেসেন, চীফ ফিন্যান্সিয়াল অফিসার, দিদারুল ইসলাম, এবং কোম্পানী সচিব, খালিদ মোহাম্মদ শরীফ, এফসিএস সভায় উপস্থিত ছিলেন। 


বার্ষিক সাধারণ সভায়, ২০২৪ অর্থবছরের জন্য ৩.০০% নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) এবং ৩.০০% বোনাস শেয়ার (স্টক ডিভিডেন্ড) অনুমোদন করা হয়। সভায় ৩১.১২.২০২৪ ইং তারিখ ভিত্তিক ব্যাংকের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরনীসহ অন্যান্য এজেন্ডাভুক্ত বিষয়সমুহ অনুমোদিত হয়।