নুসরাত ফারিয়ার নামে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ারবাজার ডেস্ক : অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। “না করলে তো আপনারা প্রশ্ন তুলতেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে। নির্দোষ প্রমাণ হলে ছেড়ে দেওয়া হবে,” তিনি যোগ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “যারা জুলাই মাসে সংঘটিত গণহত্যার প্রকৃত অপরাধী, তাদেরই গ্রেফতার করা হবে। কেউ যেন ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রাখা হয়। সোমবার আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই বিভাগের আরও খবর

বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ভারতে প্লেন দুর্ঘটনা শোক জানিয়ে নরেন্দ্র মোদীকে বার্তা ড. ইউনূসের

কমলাপুরে যাত্রীর ভিড় নেই, চাপ বাড়তে পারে শুক্রবার

যাত্রাবাড়ী ও সায়েদাবাদে ঢাকামুখী মানুষের চাপ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি কিয়ার স্টারমার: এফটি
