
বিনোদন ডেস্ক : শুরুটা মডেলিং থেকে, সামাজিক মাধ্যম থেকে পান বেশ পরিচিতি। বলা হচ্ছে ওপার বাংলার টেলি অভিনেত্রী ঈশানী চ্যাটার্জির কথা। এরপরই অভিনয়ের প্রস্তাব যায় তার কাছে। আর সেই প্রস্তাবে সাড়া দিতে দেরি করেননি ঈশানী। এরপরই শুরু করেন টিভি ধারাবাহিকের কাজ।
ওপার বাংলার টিভি ধারাবাহিক ‘পরিণীতা’ দিয়েই অভিনয় দুনিয়াতে যাত্রা শুরু করেন অভিনেত্রী।
সেই সিরিয়ালটিতে এক কলেজ পড়ুয়ার ভূমিকাতে অভিনয় করছেন ঈশানী। আর সেই চরিত্রের নাম পারুল। সে একটি ছোট শহরের, সহজ সরল মেয়ে। যে পরবর্তী দিনে অভিনেতা উদয় প্রতাপ সিং ওরফে চরিত্রের রায়ানের স্ত্রী হবে। সিরিয়ালের বর্তমান প্রেক্ষাপটে একটু একটু করে কাছাকাছি আসছে পারুল-রায়ান।
সম্প্রতি পর্দা থেকে বের হয়ে সংবাদমাধ্যমে হাজির হয়েছিলেন ঈশানী-উদয় জুটি। সেখানে পর্দায় তাদের রসায়ন নিয়ে ছোড়া হয় নানা প্রশ্ন।
ঈশানী বলেন, ‘একেবারে ভরপুর রোম্যান্স হয়তো দেখানো হবে না। একটু একটু করে একে অপরকে ভালোবাসবে। আর ওই রোম্যান্টিক সিন করতে গিয়ে আমাদের খুনসুটিতে মাড়ি কেটে গেছে আমার। আগে টিভির পর্দায় যেমন রোম্যান্টিক সিন দেখতাম, তেমন নিজে করতে খুব মজা পেয়েছি।’
অভিনেত্রী বলেন, ‘রোম্যান্টিক শুটিংয়ের সময় বারবার রি-টেক করতে বলছিলাম।’ এ সময় উদয় বললেন, ‘এখানে অনেকেই আমার থেকে বয়সে ছোট হলেও, আমিই সবচেয়ে দুষ্টু। এত ঘন্টা সময় ফ্লোরে কাটাতে হয়, তাই ভাবি একটু দৌরাত্ম্য করি।
এই বিভাগের আরও খবর

শাকিব খান সেটে আসলে সবকিছু চেঞ্জ হয়ে যায় : সাবিলা নূর

আইসিউতে অভিনেত্রী তানিন সুবহা

শাকিবকে নিয়ে কোথায় গেলেন মিষ্টি জান্নাত?

ঈদের রাত থেকেই দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’

ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’, টিজার ও টাইটেল সংয়ে বাড়ছে উত্তেজনা
