
বিনোদন ডেস্ক: একসময় বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন জন আব্রাহাম ও বিপাশা বসু। ২০০৩ সালে 'জিসম' ছবির সেট থেকে শুরু হওয়া তাদের প্রেমের সম্পর্ক টিকেছিল দীর্ঘ আট বছর। তবে ২০১১ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। বিচ্ছেদের পর দুই তারকার জীবনে এসেছে নতুন অধ্যায়, কিন্তু পুরনো সম্পর্ক ঘিরে আলোচনা যেন থামেই না।
সম্প্রতি জন-বিপাশা সম্পর্ক আবারও আলোচনায় এসেছে একটি পুরনো ভিডিও ঘিরে। ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে বলিউডের অভিনেতাদের ‘হটনেস স্কোর’ দিতে বলা হয়েছিল বিপাশাকে। অনিল কাপুরকে ৭ নম্বর দিলেও, জন আব্রাহামের প্রসঙ্গ উঠতেই বিস্মিত ও অবজ্ঞাসূচক ভঙ্গিতে তিনি বলেন, “হু জন আব্রাহাম?” অর্থাৎ, সাবেক প্রেমিককে যেন চিনতেই পারছেন না!
বিপাশার এই মন্তব্যে স্পষ্ট, প্রাক্তন সম্পর্ক নিয়ে ফিরে তাকানোর কোনো আগ্রহ তার নেই। অনেকেই মনে করেন, এটি ছিল জনকে উদ্দেশ্য করে একটি তির্যক কটাক্ষ। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ফের আলোচনার জন্ম দিয়েছে।
এর আগেও একাধিক সাক্ষাৎকারে সম্পর্কটি সুখকর ছিল না বলে ইঙ্গিত দিয়েছিলেন বিপাশা। বিচ্ছেদের পেছনে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগও পরোক্ষভাবে তুলেছিলেন তিনি। একবার বলেছিলেন, “প্রতারণা, বিশ্বাসভঙ্গ বা প্রতিদ্বন্দ্বিতা যেভাবে সম্পর্ককে নষ্ট করে দেয়, তা কখনও সত্যিকারের বন্ধুত্বে ফিরতে দেয় না।” অনেকে ধারণা করেন, এই মন্তব্য জনকেই লক্ষ্য করে ছিল।
তবে অতীত পেছনে ফেলে এখন দুজনেই এগিয়ে গেছেন নিজ নিজ জীবনে। জন আব্রাহাম ২০১৪ সালে বিনিয়োগ উপদেষ্টা প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেন। অন্যদিকে ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা বসু। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম দেবী।
পুরনো সম্পর্ক নিয়ে এমন মন্তব্যে কেউ কেউ সমালোচনা করলেও, অনেকেই বলছেন—নিজেকে রক্ষা করাই ছিল হয়তো বিপাশার উদ্দেশ্য। তবে পুরনো প্রেম নিয়ে এমন ‘চেনেন না’ ভঙ্গিতে কথা বলায় আবারও চর্চায় উঠে এসেছেন তিনি।
এই বিভাগের আরও খবর

শাকিব খান সেটে আসলে সবকিছু চেঞ্জ হয়ে যায় : সাবিলা নূর

আইসিউতে অভিনেত্রী তানিন সুবহা

শাকিবকে নিয়ে কোথায় গেলেন মিষ্টি জান্নাত?

ঈদের রাত থেকেই দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’

ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’, টিজার ও টাইটেল সংয়ে বাড়ছে উত্তেজনা
