সূচকের ওঠানামায় লেনদেন চলমান

সূচকের ওঠানামায় লেনদেন চলমান


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে মূল্যসূচকের দোদুল্যমানতার মধ্য দিয়ে চলছে লেনদেন। সোমবার (১৯ মে) লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্থিতিশীলতা হারায় এবং ওঠানামা করতে থাকে।

সকাল ১০টা থেকে ১০টা ১০ মিনিটের মধ্যেই ডিএসইএক্স সূচক প্রায় ২০ পয়েন্ট বেড়ে যায়। তবে এই ঊর্ধ্বগতি ধরে রাখা যায়নি। সূচক দ্রুতই নিচের দিকে নামতে শুরু করে। সকাল ১০টা ২৭ মিনিটে সূচক আগের দিনের তুলনায় মাত্র এক পয়েন্ট ওপরে গিয়ে স্থির হয়। এরপর কিছুটা বাড়লেও আবারও সূচক নামতে শুরু করে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের সার্বিক পরিস্থিতি ছিল ওঠানামার মধ্যেই। এ সময় পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৯ কোটি ৫৬ লাখ টাকায়।