আজ: শনিবার, ০৮ মার্চ ২০২৫ইং, ২৩শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ জুলাই ২০২২, রবিবার |

kidarkar

সিএসই শরিয়াহ্ ইনডক্সে এ র্অন্তভুক্ত কোম্পানীগুলোর সমন্বয়

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ্ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে।

নতুন ১২ টি কোম্পানীকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ১১ টি কেম্পানীকে বাদ দেওয়া হয়েছে।মোট ১৩২ টি কোম্পানীকে অর্ন্তভুক্ত করা হয়েছে। নতুন এ তালিকা ১৭ জুলাই থেকে কার্যকরী হবে।

নতুন যুক্ত হওয়া ১২টি কোম্পানী গুলো হলো -একমি পস্টেসিাইডস লিমিটেড, আলফি ইন্ডাস্ট্রজি লিমিটেড, আমান কটন ফাইব্রাস লিমিটেড, বারাকা পতঙ্গো পাওয়ার লিঃ, বডিকিম অনলাইন লিঃ, ইন্ট্রাকো রিফুয়লেং স্টশেন লিমিটেড, জেএমআই হসপিটাল, রিকুইজটি মেনুফেকচারিং লিঃ, রজিন্টে ট্যাক্সটাইল মলিস লমিটিডে, সিনোবাংলা ইন্ডাস্ট্রজি লমিটিডে, দি ঢাকা ডাইং অ্যান্ড মেনুফেকচারিং কোম্পানি লিঃ, ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং ইউনাইটডে পাওয়ার জেনারেশন এন্ড ডিসট্রবিউিশন কোম্পানি লিমিটেড।

একই সাথে বাদ যাওয়া ১১ কোম্পানীর মধ্যে রয়েছে- আরামিট সিমেন্ট লিমিটেড, অ্যাকটিভ ফাইন ক্যামিকালস্ লিঃ, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিঃ, আরামিট লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেড, বাংলাদেশ স্টলি-রোলং মিলস্ লিমিটেড, জেনারেশসনস্ নেক্সট ফ্যাশনস্ লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লি: এবং কাট্টলি ট্যাক্সটাইল লিমিটেড।

সিএসই শরিয়াহ্ ইনডেক্স এর ১৩২ কোম্পানীর মধ্যে রয়েছে- আমরা নেটওর্য়াকস লি:, আমরা টেকনোলজিস লি:, এসিআই ফরমুলশেনস লিমিটেড, একমি পেস্টিসাইডস লিমিটেড, এডএিন টেলিকম লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, এএফসি এগ্রো বায়োটেক লি:, অগ্নি সিস্টেমস লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি:,আলফি ইন্ডাস্ট্রজি লিমিটেড, আমান কটন ফাইব্রাস লিমিটেড, আমান ফিড লিমিটেড, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লি., বঙ্গজ লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, বারাকা পতঙ্গো পাওয়ার লিঃ, বাটা সু কোম্পানী (বিডি) লিমিটেড, বিবিএস ক্যাবলস্ লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিঃ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড, বার্জার পেইন্টস্ বাংলাদেশ লি:, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লি:, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস্ লি:, কপারটেক ইন্ডাসট্রিজ লিঃ, ড্যাফোডিল কম্পিউটারস্ লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লি., ডােরিন পাওয়ার জেনারেশসনস এন্ড সিস্টেমস্ লিমিটেড, ড্রাগন সোয়োটার এন্ড স্পিনিং লিমিটেড, ইস্টাণ কাবলস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ই-জেনারেশন লি., এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বিডি লি:, ফ্যামিলিট্যাক্স (বিডি) লিমিটেড, ফার ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি:, ফাইন ফুডস লিমিটেড , ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:, ফরচুন সুজ লিমিটেড, ফু-ওয়াং ফুডস্ লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, গ্লোবাল হ্যাভি ক্যামিকালস লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রামীনফোন লিমিটেড, হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস্ লিমিটেড, হামিদ ফ্যাব্রিক্স লিমিটেড, হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লি:, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস (বিডি) লি:, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লি:, ইনডক্সে এগ্রো ইন্ডাস্ট্রজি লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস্ লিমিটেড, ইনটেক লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়লেং স্টিশেন লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেড, ইসলামী ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট লি:, জেএমআই হসপটিাল রিকুইজটি মানুফকেচারিং লিঃ, জেএমআই সরিঞ্জি এন্ড মেডিকেল ডিভাইস লিঃ, কে এন্ড কিউ (বাংলাদেশ) লি., কেডিএস এক্সেসরিজ লিমিটেড, খান ব্রাদারস পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা পাওয়ার কো. লিঃ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকজেং লিমিটেড, কোহিনুর ক্যামিকাল কো. (বিডি) লিমিটেড, লাফার্জ হলসিম বাংলাদেশ লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিডেট, এম.এল. ডাইং লিমিটেড, মালেক স্পিনিং মিলস্ লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, মতিন স্পিনিং মিলস্ লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিঃ, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস্ লিমিটেড, নাহি আলুমনিয়িাম কম্পজটি প্যানেল লিঃ, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, ওইমক্সে ইলকেট্রোড লিমিটেড, অলেম্পিক এক্সেসরিজ লিমিটেড, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ লি., প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লি:, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লি., কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আর এ কে সিরামিকস্ (বিডি) লি:, রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ লি:, রেকিট বেনকিজার (বাংলাদেশ ) লিমিটেড, রিজেন্ট ট্যাক্সটাইল মিলস লিমিটেড, রিং সাইন টেক্সোইলস লিঃ, এস এস স্টিল লিমিটেড ,সাইয়াম কটন মিলস লিমিটেড, সাইহাম টেক্সটাইলস্ মিলস লি:, স্যালভো ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ লি:, সমতা লেদার কমপ্লেক্স লি., শরমিতা হসপিটাল লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, শাহজিবাজার পাওয়ার কো: লি:, শাইনপুকুর সিরামিকস্ লিমিটেড, শুরিদ ইন্ডাস্ট্রিজ লি., সিলকো ফামাসউিটক্যিালস্ লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি:, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রজি লিমিটেড, এসকে ট্রমিস এন্ড ইন্ডাস্ট্রিজ লি., স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেড, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড , স্ট্যান্ডার্ড সিরামিকস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সামটি এলায়ন্সে পোট লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, দি ঢাকা ডাইং অ্যান্ড মানুফকেচারিং কোম্পানি লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লি:, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস্, তিতাস গ্যাস ট্রান্স. এন্ড ডিস্ট্রি. কো. লি., ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ইউনাইটডে পাওয়ার জেনারেশন এন্ড ডিসট্রিবিউিশন কোম্পানি লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লি., ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড , ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিঃ, ইয়াকিন পলিমার লিমিটেড এবং জাহনি স্পিনিং লিমিটেড ।

 

শেয়ারবাজার নিউজ/খা.হা.

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.