আজ: সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ইং, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

সাতটি সহজ ধাপে ঝকঝকে করে তুলুন আপনার ফ্রিজ

শেয়ারবাজার ডেস্ক: প্রতি বছর ঈদুল আজহায় গোটা বিশ্বের মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকে। ধর্মীয় রীতি অনুযায়ী, নিজেরা খাওয়ার পাশাপাশি কোরবানির পশুর মাংস অসহায়-দরিদ্র, আত্মীয়-স্বজন ও বন্ধুদের মাঝে ভাগ-বাটোয়ারা করতে হয়। এই বিনিময়ের ফলে প্রত্যেক কোরবানি ঈদেই অনেক বেশি মাংস একসাথে সংরক্ষণের প্রয়োজনীয়তা তৈরি হয়, যা অনেকের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

দীর্ঘ সময় রাখলেও কাঁচা মাংস যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য সবচেয়ে চমৎকার ও ঝামেলাহীন সমাধান হচ্ছে রেফ্রিজারেটর। এ বছরের ঈদুল আজহা প্রায় ঘনিয়ে এসেছে। আপনার ফ্রিজের বর্তমান অবস্থা খেয়াল করে যদি দেখেন ভেতরে অতিরিক্ত বরফ জমে গেছে বা নিয়মিত ব্যবহারের ফলে একটু নোংরা হয়ে গেছে – তাহলে ঈদের আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত হয়ে পড়ার আগে বাসার ফ্রিজটিকে ঈদের জন্য প্রস্তুত করার এখনই সঠিক সময়।
আসুন জানা যাক, এই ঈদে কীভাবে নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে সহজেই ফ্রিজকে ঝকঝকে করে তুলতে পারেন আপনিও!

১। প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করুন
ফ্রিজ পরিষ্কার করতে আপনার যেসব জিনিস প্রয়োজন হবে, সেগুলো হচ্ছে:
• পুরনো তোয়ালে
• বালতিতে বেকিং সোডা মেশানো পানি (চার কাপ পানিতে ২ টেবিল-চামচ বেকিং সোডা)
• পেপার টাওয়েল বা ন্যাকড়া
• মাল্টি-পারপাস সারফেস ক্লিনিং স্প্রে
• ময়লা ফেলার ব্যাগ
• কুলার
• ভ্যাকুয়াম
২। নিরাপত্তা নিশ্চিত করুন
নিজের নিরাপত্তা নিশ্চিত করতে, আপনাকে অবশ্যই সবার আগে ফ্রিজের প্লাগ খুলে রাখতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগগুলোও বন্ধ করতে হবে৷ ফ্রিজে রাখা কোনো কিছু পড়ে যাতে মেঝে নোংরা না হয়, তা নিশ্চিত করতে মেঝেতে পুরনো তোয়ালে বা ন্যাকড়া বিছিয়ে নিন।
৩। ফ্রিজ খালি করুন
প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বনের পর ফ্রিজ থেকে সব খাবার সামগ্রী, তাক এবং ড্রয়ার বের করে ফেলুন। আপনি যদি লম্বা সময় নিয়ে খুব ভালোভাবে ফ্রিজটি পরিষ্কার করতে চান, তবে যেসব পচনশীল খাবার রয়েছে সেগুলো কিছু সময়ের জন্য অন্য কোনো রেফ্রিজারেটরে (যদি থেকে থাকে) রেখে দিতে পারেন। এ ব্যাপারে আগে থেকে প্রস্তুত থাকলে পরিষ্কারের সময় কোনো কিছু নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে না।

৪। ফ্রিজের ভেতরের অংশ পরিষ্কার করুন
চার কাপ গরম পানিতে দুই টেবিল চামচ বেকিং সোডা মেশানোর পর এই সল্যুশন দিয়ে ফ্রিজের ভেতরের অংশ পরিষ্কার করুন। প্রথমে ভেজা কাপড় দিয়ে মুছুন, তারপর একটি তোয়ালে দিয়ে শুকিয়ে নিন। এই একই সল্যুশনে তাক এবং ড্রয়ারগুলো ভিজিয়ে রাখুন; স্ক্রাব করুন, ধুয়ে ফেলুন এবং শুকিয়ে নিন। মনে রাখতে হবে, ফ্রিজের দরজার রাবারের সিল নোংরা থাকলে দরজা সঠিকভাবে বন্ধ হবে না, ফলে রেফ্রিজারেটরও ঠিকমতো কাজ করবে না।

৫। ফ্রিজের বাইরের অংশ পরিষ্কার করুন
পরিষ্কার মাইক্রোফাইবার তোয়ালের সাহায্যে মাইল্ড ডিটারজেন্ট/ভিনেগার পানি দিয়ে ফ্রিজের দরজা, হাতল এবং ক্যাবিনেটের উপরিভাগ পরিষ্কার করুন। আপনার ফ্রিজে যদি ডিজিটাল প্যানেল ও ডিসপ্লে প্যানেল থাকে, তবে তা আলতোভাবে পরিষ্কার করুন।

৬। ফ্রিজের পেছনের ধুলো ঝেড়ে নিন
ফ্রিজটি সাবধানে দেয়াল থেকে সরিয়ে নিন এবং ফ্রিজের পেছনে জমে থাকা ধুলো-ময়লা পরিষ্কার করে নিন। এজন্য ফ্রিজের কয়েল এবং অন্যান্য যন্ত্রাংশ ভ্যাকুয়াম করে নিতে পারেন। আপনার যদি ভ্যাকুয়াম ক্লিনার না থাকে, তবে ব্রাশের সাহায্যেও আলতোভাবে ধুলো পরিষ্কার করতে পারেন।

৭। ফ্রিজ সঠিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন
সম্পূর্ণভাবে পরিষ্কারের পর ড্রয়ার ও ক্যাবিনেট ঠিক জায়গায় রেখে ফ্রিজ চালু করুন এবং খাবার রাখার আগে ভেতরের তাপমাত্রা অন্তত ৫ ডিগ্রী সেলসিয়াস বা তার নিচে না আসা পর্যন্ত অপেক্ষা করুন। আপনার ফ্রিজে যদি ফাস্ট কুলিং ফিচার থাকে, তবে তা ব্যবহার করে দ্রুত ফ্রিজটি ব্যবহারের জন্য প্রস্তুত করে নিতে পারেন।

নিরাপদ এবং স্বাস্থ্যকর উপায়ে এবারের কোরবানির মাংস সংরক্ষণ করতে উপরোক্ত ধাপগুলো সহজে অনুসরণ করে আপনার রেফ্রিজারেটরকে পরিষ্কার করে নিতে পারবেন। আর যদি ভালোভাবে পরিষ্কারের পরেও আপনার রান্নাঘরের এই পুরনো সঙ্গী আগের রূপ ফিরে না পায়, তবে এই ঈদে নতুন ফ্রিজ কেনার কথাও আপনি ভেবে দেখতে পারেন।

ঈদুল আজহার আনন্দে নতুন মাত্রা যোগ করতে আকর্ষণীয় অফার নিয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস চালু করেছে ‘মিট দ্য ঈদ’ক্যাম্পেইন। স্যামসাংয়ের এই ক্যাম্পেইনটি চলবে ঈদের আগের রাত অর্থাৎ ‘চাঁদ রাত পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা উপভোগ করতে পারবেন রেফ্রিজারেটরে ৯,০০০ টাকা পর্যন্ত আকর্ষনীয় ক্যাশব্যাক অফার। এছাড়া, ২৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে গ্রাহকরা খুব সহজেই এখন রেফ্রিজারেটর কিনতে পারবেন। এসব অফারের পাশাপাশি স্যামসাং রেফ্রিজারেটর কিনলে গ্রাহকরা উপহার হিসেবে পাবেন ৯টি ফুড স্টোরেজ বক্সের একটি সেট। স্যামসাংয়ের যেকোনো অথরাইজড ডিস্ট্রিবিউটর বা অনলাইনে অর্ডার করে গ্রাহকরা তাদের পছন্দের অ্যাপলায়েন্সটি কিনতে পারবেন, আর কোনো প্রকার ডেলিভারি ফি ছাড়াই বাড়ির দোরগোড়ায় পেয়ে যাবেন অর্ডারকৃত পণ্যটি। আরও বিস্তারিত জানতে আগ্রহী ক্রেতারা কল করুন স্যামসাংয়ের ২৪x৭ কাস্টমার সার্ভিস নম্বরে – ০৮০০০৩০০৩০০।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.