আজ: বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ইং, ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার |

kidarkar

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম নর্থ ও সাউথ জোন এবং ২টি কর্পোরেট শাখার ব্যবসায় পর্যালোচনা সভা ৯ সেপ্টেম্বর ২০২২ ইসলামী ব্যাংক ট্রেইনিং এন্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম ও মুহাম্মদ শাব্বির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি.এম. গিয়াস উদ্দিন কাদের, ড. এম কামাল উদ্দিন জসিম ও মিফতাহ উদ্দিন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মোহাঃ বরকত উল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার।

অনুষ্ঠানে আগ্রাবাদ কর্পোরেট শাখার প্রধান আব্দুল নাসের ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার প্রধান ইহসানুল ইসলামসহ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের ৬০টি শাখার শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.