ক্রেডিট রেটিং বাধ্যতামূলক: পিএসআই আকারে প্রকাশ করতে হবে
নিজস্ব প্রতিবেদক : এখন থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিকে ক্রেডিট রেটিং করাতে হবে। এছাড়া ক্রেডিট রেটিং তথ্য প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (পিএসআই) আকারে প্রকাশ করতে হবে। এর আগে এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা নোটিফিকেশন সম্প্রতি গেজেট আকারে প্রকাশ পেয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লাইফ ইন্স্যুরেন্স ছাড়া বাকি কোম্পানিগুলোকে তাদের হিসাব বছর শেষ হওয়ার ৬ মাসের মধ্যে ক্রেডিট রেটিং তথ্য প্রকাশ করতে হবে। এছাড়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য প্রতি দুই বছরে একবার ক্রেডিট রেটিং করাতে হবে। কোম্পানিগুলো পিএসআই আকারে প্রকাশের পাশাপাশি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রচারের জন্য ক্রেডিট রেটিং তথ্য প্রদান করতে হবে।